নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইঙ্গিত দিয়েছেন যে তাঁর সরকার শীঘ্রই ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে সৃষ্ট সমস্ত বিধিনিষেধগুলি সরিয়ে নেবে। কেজরিওয়াল বলেন, দিল্লির আম আদমি পার্টি সরকার জীবনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সহায়তা করবে। তিনি বলেন, 'খুব শীঘ্রই আমরা বিধিনিষেধ দূর করার চেষ্টা করব এবং আপনার জীবনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করব। সেই লক্ষ্যে সমস্ত প্রচেষ্টা করা হবে।" তিনি উল্লেখ করেন দিল্লিতে করোনার সংক্রমণ অনেকটাই কমে গিয়েছে ।