ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই  আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট

দিগবিজয় মাহালি, ঘাটালঃ​ ঘাটাল মহকুমায় পাঁচটি পৌরসভা,নির্বাচন কমিশন পৌর নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ করে। শুরু হয় দেওয়াল লেখার মাধ্যমে প্রচারও। সিপিআইএম ঘাটাল জোনাল অফিসে ঘাটাল মহকুমা পৌর নির্বাচনে ঘাটাল,ক্ষীরপাই ও রামজীবনপুর এই তিনটি পৌরসভার আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিআইএম-এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক তরুণ রায়।ঘাটাল পৌরসভায় মোট ১৭ টি ওয়ার্ড তার মধ্য ১০ টি ওয়ার্ডে সিপিআইএমের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে,ক্ষীরপাই পৌরসভায় মোট ১০ টি ওয়ার্ড তারমধ্যে ৭ টি ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী এবং ১ টি ওয়ার্ডে বাম সমর্থিত নির্দলের নামও ঘোষণা করা হয়েছে।অপরদিকে রামজীবনপুর পৌরসভায় মোট ১১ টি ওয়ার্ড তার মধ্যে ৫ টি ওয়ার্ডে সিপিআইএমের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।তরুণ বাবু জানান,ঘাটাল মহকুমার খড়ার ও চন্দ্রকোনা পৌরসভার প্রার্থী তালিকা কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে।পৌর নির্বাচনে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়তে অন্যান্য দলের সাথে জোটের রাস্তাও খোলা রাখছে বামেরা তাতে কংগ্রেসের সঙ্গেও জোট করে পৌর ভোটে লড়তে পারে বামফ্রন্ট। তাই জোট সঙ্গীর জন্য কিছু আসন ফাঁকা রেখেই আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।বামেদের প্রার্থী তালিকায় এবার নতুন মুখ বিশেষ করে তরুণদের জায়গা দেওয়া হয়েছে।জেলার অন্যান্য পৌরসভাগুলির নির্বাচন কবে হবে তা নিয়ে এখনও সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা হয়নি,তার আগেই জেলার ঘাটাল মহকুমায় ৫ পৌরসভা নিয়ে বামেদের তড়িঘড়ি আংশিক প্রার্থী তালিকা প্রকাশ নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল।