"বাবা, বেবি, ও" ছবির ট্রেলারে মুগ্ধ বিদ্যা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
"বাবা, বেবি, ও" ছবির ট্রেলারে মুগ্ধ  বিদ্যা

নিজস্ব প্রতিনিধি-মুক্তি পেয়েছে অরিত্র মুখোপাধ্যায় এর পরিচালিত ছবি, "বাবা, বেবি, ও" ছবির ট্রেলার।ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, যীশু সেনগুপ্ত, সোলাঙ্কি রায় কে। ইতিমধ্যেই সেই ছবির ট্রেলারে টুইট করেন বলিউড তারকা বিদ্যা বালন লেখেন,"যিশু আমি নিশ্চিত এই ছবি আবার দর্শকদের প্রেক্ষাগৃহের ফিরিয়ে আনবে.... শুভ কামনা ও অনেক আদর"। সঙ্গে বাংলায় লেখেন, "প্রেম আছে, মজাও আছে সাথে মিষ্টি গান"...