নিজস্ব সংবাদদাতাঃ শ্যাম মেটালিক কারখানার সহায়তায় জামুড়িয়া থানার অন্তর্গত বাহাদুর উচ্চ বিদ্যালয়-এর বিজ্ঞান বিভাগের তিনটি শ্রেণী কক্ষের শিলান্যাস করলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সহ শ্যাম মেটালিক কারখানার আধিকারিক সুমিত চক্রবর্তী এবং অলোক মিশ্র। 25 লক্ষ টাকা ব্যয় করে তিনটি শ্রেণী কক্ষ নির্মাণ করা হবে বলে জানান কারখানার আধিকারিক সুমিত চক্রবর্তী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, 'বহু বছর আগে মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিকে পরিণত হয়েছে স্কুলটি। কিন্তু শ্রেণিকক্ষের অভাবে সঠিকভাবে বিজ্ঞান বিভাগ চলছিল না। তাছাড়াও স্কুলে কোনও ল্যাবরটরি নেই'। তাঁর মতে, স্কুলের ভবন নির্মাণ সহ ল্যাবরটরি তৈরি হয়ে গেলে তাঁরা উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগের পঠন-পাঠন শুরু করতে পারবেন। সুমিত চক্রবর্তী জানান, '25 লক্ষ ব্যয় করে দ্রুত তিনটি বিজ্ঞান বিভাগের শ্রেণিকক্ষ তৈরি করা হবে'। জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং জানান, 'যতগুলো কারখানা রয়েছে তার মধ্যে শ্যামসেল কারখানা সামাজিক উন্নয়ন কাজে এগিয়ে রয়েছে'।