ডিফুর জঙ্গল থেকে উদ্ধার অস্ত্রসস্ত্র

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ডিফুর জঙ্গল থেকে উদ্ধার অস্ত্রসস্ত্র

নিজত্ব সংবাদদাতা : ডিফুর কাছে জঙ্গল থেকে অস্ত্রসস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করল অসম পুলিশ। ২১ ডিসেম্বর কেডিএলএফের চেয়ারম্যান জ্যাকসন এসএসের এনকাউন্টারের পর থেকই পুলিশ ওই অস্ত্রসস্ত্রের খোঁজে ছিল। উদ্ধারীকৃত অস্ত্রসস্ত্রের মধ্যে রয়েছে রাইফেল, পিস্তল, হ্যান্ড গ্রেনেড, একে ৪৭ ম্যাগাজিন সহ বিস্ফোরক।