নিজস্ব সংবাদদাতাঃ আজ ময়দানে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলায় যোজনা কমিশন গড়ে তোলা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, নেতাজি যোজনা কমিশনের পরিকল্পনা আগেই করা হয়েছিল। মোদী সরকার ক্ষমতায় এসে যোজনা কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ তৈরি করেছে বলে দাবি করেন মমতা। এ দিন এই সিদ্ধান্তের সমালোচনা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। এই সিদ্ধান্তকে লজ্জার বলে অভিহিত করেন তিনি।