New Update
/anm-bengali/media/post_banners/Bp6kBubITwZhCe32abQw.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ দুই পৃথক দুর্ঘটনার সাক্ষী থাকল ওড়িশা। জানা গিয়েছে, ওড়িশার বালাসোর এবং সুবর্ণপুর জেলায় দুটি পৃথক দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এছাড়া আরও ২৫ জন আহত হয়েছেন। সূত্র মারফত খবর, 'শান্তিলতা' নামের বাসটি ময়ূরভঞ্জ জেলার মানাত্রী থেকে উডালা হয়ে ভুবনেশ্বর যাচ্ছিল। এরপর যাত্রী তুলতে সোরোর কাছে একটি বাস স্টপে যখন এটি থামে, তখন একটি কয়লা বোঝাই ট্রাক পিছন থেকে ধাক্কা মারে। সংঘর্ষের পর বাসটি রাস্তা থেকে সরে যায় যার ফলে ছয় জন যাত্রী ঘটনাস্থলে মারা যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us