নিজস্ব সংবাদদাতাঃ সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টনের ফাইনালে উঠে গেলেন পিভি সিন্ধু। শনিবার সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ রাশিয়ার এভজেনিকা কোসেৎকায়া প্রথম গেমে হারার পর চোটের কারণে ম্যাচ ছাড়তে বাধ্য হন। তাই ফাইনালে উঠে যান সিন্ধু। ফাইনালে দু’বারের অলিম্পিক্স পদকজয়ী খেলবেন মালবিকা বনসোদের বিরুদ্ধে, যিনি ইন্ডিয়া ওপেনে হারিয়েছিলেন সাইনা নেহওয়ালকে।