New Update
/anm-bengali/media/post_banners/jyjRF4BL0zlto96YiGUv.jpg)
নিজস্ব সংবাদদাতা : পাঞ্জাবে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয়েছে ভগবন্ত মানকে। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে চরণজিত সিং চান্নিকে ধুরীতে যেতে হবে। মুখ্যমন্ত্রীকে ধুরীতে আমন্ত্রণ জানালেন ভগবন্ত মান। শ্রীরাম তীরথ মন্দির ও স্বর্ণ মন্দির পরিদর্শন করে তিনি চান্নির উদ্দেশ্যে বলেন, "৫৬ কোটি টাকার যে অবৈধ সম্পত্তির কাগজপত্র তাঁর নামে রয়েছে তার বিবৃতি দিতে হবে তাঁকে। ক্যাপ্টেন অমরিন্দর সিংও সম্মত হয়েছেন যে চান্নিজী অবৈধ বালি খননের সঙ্গে জড়িত ছিলেন।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us