New Update
/anm-bengali/media/post_banners/qdnTrLMUF8IcAzWYlSs4.jpg)
নিজস্ব সংবাদদাতা : চপ ভাজলেন বিজেপি বিধায়ক। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ নাকি দলবদলের ইঙ্গিত? বাড়ছে জল্পনা।
কিছুদিন আগেই দলের হেয়াটস অ্যাপ গ্রুপ থেকে লেফ্ট হয়ে গিয়েছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। এবার বাড়ির পাশেই চপ ভাজতে দেখা গেল তাকে। কেন করলেন এরকম? বিধায়কের সাফ কথা ‘আমি এমনি চপ-মুড়ি ভালোবাসি। আর মুখ্যমন্ত্রী বারবার চপ শিল্পের কথা বলেছেন, ছোট ছোট শিল্পের প্রসারের কথা বলেছে। তাই সেই কথা মাথায় নিয়েই চপ ভাজলাম।’
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us