নিজস্ব সংবাদদাতাঃ বিজেপিতে মোদীর বিকল্প কল্পনারও অতীত। তবে মোদীকে নিয়ে খানিকটা ভিন্ন মত পোষণ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে তুলে ধরার চেষ্টা করছেন, তবে দিনের শেষে তিনি একা। একজন মোদী দেশকে সম্পূর্ণ পাল্টে ফেলতে পারবেন না"। এমনই মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সম্প্রতি শিলচর বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশে এই মন্তব্য করেন হিমন্ত বিশ্ব শর্মা।