New Update
/anm-bengali/media/post_banners/I7qyVD4IoBV0vsijdtQp.jpg)
নিজস্ব প্রতিনিধি -কিছুদিন আগেই বলা হয়েছিল,ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে ছবি 'দা একেন'।ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই খবরই পোস্ট করলেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। গত বছর শেষের দিকেই শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে বড় পর্দায় এবার আসবে একেন বাবু। সেই শুভ মহরৎ এর ছবিই পোস্ট করেন অনির্বাণ। এবং পোস্টে নিজেই বলেন খুব শীঘ্রই শুরু হবে ছবির শুটিং।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us