কাশ্মীর 'কাশ্মীরি পণ্ডিতছাড়া অসম্পূর্ণ'!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কাশ্মীর 'কাশ্মীরি পণ্ডিতছাড়া অসম্পূর্ণ'!

নিজস্ব সংবাদদাতাঃ   ১৯৯০ সালে সন্ত্রাসী হুমকি ও হত্যাকাণ্ডের কারণে কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের সদস্যদের দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনার স্মরণে বাস্তুচ্যুত কাশ্মীরি পণ্ডিতরা ১৯ জানুয়ারিকে "হলোকস্ট ডে" হিসেবে পালন করেন।  

অল ইন্ডিয়া পিপলস ন্যাশনাল পার্টির জাতীয় সভাপতি মুদাসির তানতারি বলেন, কাশ্মীরি পণ্ডিতছাড়া কাশ্মীর সম্পূর্ণ নয়।  তাঁরা আঞ্চলিক দলগুলোর বিভাজন ও শাসনের রাজনীতির অবসান দেখতে চান। তানতারি বলেন, "আমরা কাশ্মীরে শান্তি চাই।