​নিজস্ব সংবাদদাতাঃ ২০২১-এর টি-২০ বর্ষসেরা একাদশদের তালিকা প্রকাশ করল আইসিসি। কিন্তু অবাক বিষয়, সেই তালিকায় নাম থাকলো না কোনো ভারতীয় ব্যাটারদের। বিরাট কোহলি, রোহিত, রাহুল কাউকেই দেখা গেল না সেই তালিকাতে। কিন্তু বর্ষসেরা টি-২০ একাদশে নেতা হিসাবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বাবর আজম।