New Update
/anm-bengali/media/post_banners/NwKd61BxVZnsOOVkb5Cq.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : রাস্তা সারাইয়ের দাবি তুলে পথ অবরোধ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ইন্দা এলাকায়। মঙ্গলবার সকালে খড়গপুর শহরের ২২ নম্বর ওয়ার্ডের স্থানীয়রা রাস্তায় দাঁড়িয়ে একটি ট্রাকের পথ আটকে দেয়। সারাদিনে কয়েকশো ট্রাক এই রাস্তা দিয়ে রেলের মালপত্র নিয়ে যাতায়াত করে। ট্রাক চলাচলের জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ। বড় বড় গর্ত হয়ে রয়েছে। এই গর্তে বহুবার দেখা মানুষকে পড়ে যেতে দেখা গিয়েছে। যে কোন মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে, এমনটাই দাবি স্থানীয়দের। প্রায় দুই ঘন্টা অবরোধ চলে। পুলিশ ও আরপিএফ এর আশ্বাসের পর স্থানীয়রা এই অবরোধ উঠিয়ে নেন। তাদের দাবি, খুব শীঘ্রই রাস্তা মেরামত করে দিতে হবে, না হলে পরবর্তীকালে আবার পথ অবরোধ করে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us