আজমগর থেকে দাঁড়াচ্ছেন অখিলেশ!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আজমগর থেকে দাঁড়াচ্ছেন অখিলেশ!

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশ সহ দেশের ৫ রাজ্যে নির্বাচনী দামামা বেজে গিয়েছে। যদিও সকলের নজর উত্তরপ্রদেশের ভোটের দিকে। ২২ সালে কে সরকার গড়তে চলেছে রাজ্যে সেই দিকে সকলের নজর রয়েছে। নির্বাচনের অন্যতম মুখ যোগী আদিত্যনাথ কোন আসন থেকে লড়বেন সে বিষয়ে জানা গেলেও অন্যতম প্রতিদ্বন্দ্বী সপা নেতা অখিলেশ যাদব কোন আসন থেকে লড়বেন সে বিষয়ে এখনও অবধি কিছু জানা যায়নি। তবে সূত্র মারফত খবর, অখিলেশ আজমগর আসন থেকে ভোটে দাঁড়াতে পারেন।