New Update
/anm-bengali/media/post_banners/V8Ywvm3pH1bQ9gFhDFf7.jpg)
নিজস্ব প্রতিনিধি-রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের পরে, এবারে চর্চায় আসতে চলেছে সুপারস্টার চিরঞ্জীবীর মেয়ে সৃজা।একের পর এক দক্ষিণী সিনেমা জগতের তারকাদের বিবাহ বিচ্ছেদের ঘটনা অনুগামীদের থেকে শুরু করে সকলের মধ্যে এক বিস্ময়কর পরিবেশ সৃষ্টি করেছে।কিছুদিন আগেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন নাগার্জুনের ছেলে চৈতন্য।এবারে দেখা গেল তেলেগু ছবির নায়ক চিরঞ্জীবীর কন্যা সৃজা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে উড়িয়ে দিয়েছেন তার স্বামীর নাম। আগে নাম ছিল সৃজা কল্যাণ।এখন সেটা হয়েছে সৃজা কোনিডেলা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us