দিগবিজয় মাহালি,মেদিনীপুরঃ মেদিনীপুর গ্রামীণেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। নিজেদের এলাকায় তৃণমূলের কর্মসূচিতে অনুপস্থিত তৃণমূলেরই প্রধান, উপপ্রধান সহ সাতজন পঞ্চায়েত সদস্য ও অন্যান্য নেতাকর্মীরা। শুক্রবার মেদিনীপুর সদর ব্লকের কনকাবতী গ্রাম পঞ্চায়েতের লোহাটিকরীতে রক্তদান শিবিরের আয়োজন করে তৃণমূল। হাজির হয়েছিল মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুন মালিয়া, ব্লক সভাপতি গৌতম দত্ত সহ অন্যান্য অঞ্চলের নেতারা। শিবিরে 50 জন রক্ত দিয়েছেন। বিভিন্ন দল ছেড়ে এদিন জুন মালিয়ার হাত ধরে তৃণমূলে যোগদান করেন অনেকে। জুন মালিয়া বলেন, "সামনের বছর পঞ্চায়েত নির্বাচন। তার আগে দলকে মজবুত করতে আমাদের জোটবদ্ধ হতে হবে।" সেই জোটবদ্ধ হওয়ার আগেই গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে মেদিনীপুর গ্রামীণে। পাশাপাশি মনিদহ, চাঁদড়া, ধেড়ুয়া থেকে তৃণমূলের নেতৃত্ব, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান উপস্থিত থাকলেও হাজির হননি কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। প্রধান কৃষ্ণা সিং ও উপপ্রধান বিশ্বজিৎ কর্মকার-এর দাবি, তারা এ দিনের কর্মসূচির আমন্ত্রণ পাননি। গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি এড়িয়ে গিয়ে বিশ্বজিত বাবু বলেন, 'সময় হলে মুখ খুলব'। যদিও বিষয়টি নিয়ে ব্লক সভাপতি গৌতম দত্ত বলেন, 'সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। কেউ এড়িয়ে চললে কিছু করার নেই'।