New Update
/anm-bengali/media/post_banners/yuQups3KfLD8eSkFwKcr.jpg)
নিজস্ব প্রতিনিধি-গত ৮ বছর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'জাতিস্মর' ২০১৪ সালের ১৭ই জানুয়ারি মুক্তি পেয়েছিল। দেখতে দেখতে আট বছর অতিক্রম হয়ে গেল এই জনপ্রিয় ছবির। সেই উপলক্ষে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট শেয়ার করেন সৃজিত মুখোপাধ্যায়, এবং লেখেন, 'একটি ছবি কেউ কেউ এত বেশি পছন্দ করেছেন যে তাদের মতে এটিকে আরো ভালো করা আমার পক্ষে অসম্ভব। আমার জন্য সেরকম হয়তো বাইশে শ্রাবণ, চতুষ্কোণ, বা নির্বাক, কারো জন্য হেমলক সোসাইটি, অটোগ্রাফ, রাজকাহিনী কারো ক্ষেত্রে এক যে ছিল রাজা, উমা, ভিঞ্চি দা গুমনামি। কিন্তু প্রত্যেক দিনই আমি বুঝতে পারি এক বিশাল সংখ্যক মানুষের কাছে এমন ছবি হচ্ছে 'জাতিস্মর' যার আজ আট বছর পূর্ণ হচ্ছে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us