মেনোপজের পর যৌনমিলন?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মেনোপজের পর যৌনমিলন?

নিজস্ব প্রতিনিধি-৫০ এর পর মেনোপজ আর এই সময়টাই নাকি যৌনতা উপভোগের মোক্ষম সময় তেমনটাই মনে করছেন গবেষকরা।মেনোপজের পর শরীরে অনেক সমস্যা দেখা যায়,গবেষণায় জানা গেছে সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে যৌনমিলনই।এতে শরীর ও মন দুটোই ফিট থাকে।শরীর ফিট থাকলেই যৌনতার ইচ্ছা জাগে।