New Update
/anm-bengali/media/post_banners/cupEjY9K0Fbph0OdkmJ3.jpg)
নিজস্ব প্রতিনিধি-বিজ্ঞানীরা বলেন, ভালোবাসা বা আকর্ষণ নাক দিয়ে চেনা যায়।বেশীরভাগ ক্ষেত্রেই তা দেখা গেছে।সঙ্গীর পরিচ্ছদের গন্ধ শুঁকে ভেতরের হরমোনের নিঃসরণ হয়েছে এমন প্রমাণ আছে।দেহ গন্ধ, ঘামের গন্ধ থেকেও অনেকে আকৃষ্ট হয়েছে সঙ্গীর প্রতি।মনে আনতে পারে,মেজাজের উত্থান; এও জানা গেছে। কিন্তু দেহ নিঃসৃত গন্ধ বা নিঃসৃত ঘামে এমন কী আছে, যা হতে পারে আকর্ষণের কারণ, তা এখনো স্পষ্ট নয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us