ফের রাজ্য- রাজ্যপাল সংঘাত!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ফের রাজ্য- রাজ্যপাল সংঘাত!

নিজস্ব সংবাদদাতাঃ  উপাচার্য নিয়োগ নিয়ে ফের রাজ্যের সঙ্গে সংঘাতে রাজ্যপাল জগদীপ ধনখড়। ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নিশানা করে টুইট করলেন রাজ্যপাল। শনিবার টুইটারে রাজ্যপাল জগদীপ ধনখড় লেখেন, রাজ্যে আইনের শাসন নেই। ২৫ জন উপাচার্য নিয়োগ করা হল অথচ এ নিয়ে রাজ্যপালের কোনও অনুমতি নেওয়া হয়নি। যদিও এর আগেই এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, সবরকম বিধি মেনেই নিয়োগ করা হচ্ছে। আইনের বাইরে কোনও সিদ্ধান্তই নেওয়া হচ্ছে না। শনিবার টুইটারে রাজ্যপাল জগদীপ ধনখড় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তীর নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। টুইটারে লেখেন, ‘২৮ অগস্ট নোটিফিকেশন জারি করে দ্বিতীয়বার চার বছরের জন্য সোনালি চক্রবর্তীকে উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়েছে। স্বজনপোষণের নজির এটা। ১৬ সেপ্টেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের নির্দেশ দেন চান্সেলার। ব্রাত্য বসু এ নিয়ে কোনও জবাব দেননি।’