মহাশ্বেতা দেবীর জন্মদিনে শ্রদ্ধা গার্গী-র

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মহাশ্বেতা দেবীর জন্মদিনে  শ্রদ্ধা গার্গী-র

নিজস্ব প্রতিনিধি-বাংলা সাহিত্যের অন্যতম কিংবদন্তি লেখিকা মহাশ্বেতা দেবীর জন্মদিন আজ। তাঁর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করে এক পোস্ট করলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। অভিনেত্রী তার নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি পোস্ট করেন এবং সেখানে লেখেন,"'আগুনের কথা আমি এত বলেছি....শব্দগুলো এখনো গনগন করছে....আমার বুকের মধ্যে এখনো অক্ষরের জ্বালা! তবু রাত জুড়ে কান্না জমে


হিমে ঝাপসা জ্বলন্ত রং!"১৪ ই জানুয়ারি... মহাশ্বেতা দেবী র জন্মদিন..প্রণাম'।" সম্প্রতি জানা যাচ্ছে মহাশ্বেতা দেবী কে নিয়ে এক ছবি তৈরি হবে। আর সেখানেই মুখ্য ভূমিকায় দেখা যাবে গার্গী রায়চৌধুরী কে।