ই-সঞ্জীবনী হাব পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ই-সঞ্জীবনী হাব পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা : "টেলিমেডিসিন পরিষেবাগুলি কোভিডে খুবই কার্যকরী হয়েছে। প্রতিদিন লক্ষাধিক মানুষ ডাক্তার, বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছেন। প্ল্যাটফর্মটি ব্যবহার করেন। ব.স্কদের কোথাও যেতে হবে না, ফোনেই ডাক্তারদের পরামর্শ নিতে পারেন'', দিল্লিতে সিজিএইচএস হেডকোয়াটারে ই-সঞ্জীবনী হাব পরিদর্শন করে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। ই-সঞ্জীবনা হাবে তিনি টেলিকনসালটেশন প্রদানকারী ডাক্তারদের সাথেও যোগাযোগ করেন এদিন।