তৃতীয় সন্তান দত্তক সুস্মিতার?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
তৃতীয় সন্তান দত্তক সুস্মিতার?

নিজস্ব প্রতিনিধি-এর আগেও দুই সন্তানকে দত্তক নিয়েছেন বলিউড অভিনেত্রী তথা প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। সম্প্রতি এক ছবিতে তাঁর মেয়েদের সঙ্গে হলুদ পোশাক পরা এক খুদেকে দেখা যায়। আর সেই ছবি নিয়েই শুরু হয় জল্পনা। ভাইরাল হয় সেই ছবি। পরক্ষণেই সেই শিশুটি পরিচয় দেন অভিনেত্রী নিজেই। নিজের ইনস্টাগ্রম স্টিরিতে ভাইরাল হওয়া ছবির পরিচয় দিয়ে সুস্মিতা সেন লিখেন, 'গুজব স্পষ্ট করে দিচ্ছি। ঈশ্বরের সন্তান আমেডিউসের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা হল। সম্প্রতি বেশকিছু গুজব ঘুরছে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সংবাদমাধ্যমে। ছবিটি তুলেছে শ্রীজয়া (আমেডিউসের মা)।'