'বিজেপির বিদায়ের শঙ্খনাদ বেজে গিয়েছে'

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
'বিজেপির বিদায়ের শঙ্খনাদ বেজে গিয়েছে'

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার মহা র‍্যালির আয়োজন করেছিল সমাজবাদী পার্টি। সেই র‍্যালিতে সপা প্রধান অখিলেশ যাদবের উপস্থিতিতে বিজেপি ত্যাগী মন্ত্রী-বিধায়করা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। এদিন দলে যোগ দেন স্বামী প্রসাদ মৌর্য। আর এরপরেই প্রাক্তন দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন মৌর্য। তিনি বলেন, 'বিজেপির দিন শেষ হতে চলেছে। বিজেপি গোটা দেশকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, দিনের পর দিন মানুষের চোখে ধুলো দিয়েছে। মানুষকে শোসন করেছে। এবার উত্তরপ্রদেশকে বিজেপির হাত থেকে মুক্ত করার সময়ে এসে গিয়েছে।'