/anm-bengali/media/post_banners/h59rORy1rTX06gYm7LZP.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জম্মু ও কাশ্মীর সরকারের একটি নির্দেশিকা ঘিরে জোর জল্পনা। করতে হবে সূর্য নমস্কার!।মকর সংক্রান্তি উপলক্ষে জম্মু ও কাশ্মীরের উচ্চ শিক্ষা দপ্তরের তরফে এরকমই এক নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, মকর সংক্রান্তি উপলক্ষে কলেজের ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকাদের সূর্য নমস্কার করতে হবে। এরকম নির্দেশিকা এই প্রথমবার দেওয়া হয়েছে। এই নির্দেশিকা ঘিরে প্রশ্ন উঠছে যে, যেখানে বেশিরভাগ মানুষই মুসলিম সম্প্রদায়ের সেখানে এইরূপ নির্দেশিকা কেন জারি করা হল। বহু মুসলিম সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা জানিয়েছেন, সূর্য নমস্কার করা সম্ভব নয় এবং এটা তাঁদের বিশ্বাসের পরিপন্থী। এই নির্দেশিকার নিন্দা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এই নির্দেশকে সরকারের ‘পিআর বিভ্রান্তি’ এবং ‘সাম্প্রদায়িক মানসিকতার’ প্রতিফলন বলে তোপ দেগেছেন টুইট বার্তায়। তিনি টুইট বার্তায় বলেছেন, “ভারত সরকারের বিভ্রান্তিকর পিআর এর লক্ষ্য কাশ্মীরিদের হেয় করা এবং সম্মিলিতভাবে অপমান করা। ধর্মীয় বিশ্বাসকে আঘাত করে তাঁদের ইচ্ছের বিরুদ্ধে ছাত্র ও কর্মীদের সূর্য নমস্কার করতে বাধ্য করা তাঁদের সাম্প্রদায়িক মানসিকতার প্রমাণ দেয়।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us