New Update
/anm-bengali/media/post_banners/96SGD475FncbKcjGBq3T.jpg)
দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ মকর সংক্রান্তিতে স্নান করতে ভোর থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌর এলাকার কুঠিবাজার সংলগ্ন শিলাবতী নদীর পাড়ে উপচে পড়া ভিড় পূণ্যার্থীদের। জানা যায়,কয়েকদিন আগেই ঘাটাল পৌরসভা নির্দেশিকা জারি করেছিল এই বছর করোনার জেরে হবে না মেলা, কিন্তু গঙ্গা পুজো হবে।সেই নির্দেশমতো মেলা না বসলেও সকাল থেকে শিলাবতী নদীতে মকর স্নান করতে পূণ্যার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। যদিও এদিন স্নান করতে আসা মানুষদের কারো মুখে ছিল না মাস্ক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us