কোন্দল তুঙ্গে, অভিষেককে ‘নেতা’ মানতে রাজি নন কল্যাণ

author-image
Harmeet
New Update
কোন্দল তুঙ্গে, অভিষেককে ‘নেতা’ মানতে রাজি নন কল্যাণ


নিজস্ব সংবাদদাতাঃ অভিষেক যখন নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারকে মডেল হিসেবে প্রতিস্থাপন করার চেষ্টা করছেন, তখন দলের অন্দরেই বাড়ল বিরোধিতা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের, বিরোধী অবস্থানেই অনড় রইলেন দলীয় সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়। প্রয়োজনে দল থেকে তাড়িয়ে দিক! এমন কথাও শোনা গেল শ্রীরামপুরের সাংসদের গলায়। অভিষেককে নেতা হিসেবে মানতে রাজি নন, সাফ জানিয়ে দিলেন তিনি।