নিজস্ব সংবাদদাতাঃ উত্তর প্রদেশ ভোটের আগে একের পর এক ধাক্কা। ১০ ফেব্রুয়ারি থেকে এ রাজ্যে বিধানসভা ভোট শুরু হচ্ছে। কিন্তু ভোটের আগে বিজেপি ছাড়ার হিড়িক যোগীরাজ্যে। বিধায়ক-মন্ত্রীদের দল ছাড়ার লাইন লেগে গিয়েছে। বৃহস্পতিবার উত্তর প্রদেশের আয়ুশমন্ত্রী ধর্মসিং সাইনি পদত্যাগ করেন। এর আগে দল ছাড়েন মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য ও মন্ত্রী দারা সিং চৌহান। এই নিয়ে গত তিন-চারদিনে তিনজন মন্ত্রী বিজেপি ছাড়লেন। অন্যদিকে এদিনই বিজেপি ছেড়েছেন বিধায়ক অউরাইয়ার বিধুনা বিধানসভার বিধায়ক বিনয় শাক্য ও ফিরোজাবাদের শিকোহাবাদের বিধায়ক মুকেশ ভর্মা।