দুর্গাপুরের শুকনো ফুল পাড়ি দিচ্ছে বিদেশে!

author-image
Harmeet
New Update
দুর্গাপুরের শুকনো ফুল পাড়ি দিচ্ছে বিদেশে!


হরি ঘোষ,দুর্গাপুরঃ দুর্গাপুর শিল্পাঞ্চলের আগাছার শুকনো ফুল বিদেশে পাড়ি দিচ্ছে গৃহসজ্জা থেকে অনুষ্ঠানের সৌন্দর্যায়ন বাড়াতে। আর তাতেই দুর্গাপুর ৩৯ নম্বর ওয়ার্ডের আশীষ নগরের প্রায় ১০০ টি পরিবারের রুটিরুজি মিলেছে। কোনও চাষাবাদ ছাড়াই বিনা ব্যায়ে প্রকৃতির কোল থেকে মিলছে সর, কাশ ও হোগলা সহ নল গাছের ফুল৷ কেবল ফুল নয় রোজগার মিলছে ওই সমস্ত গাছের কাঠি থেকেও বলে দাবি এলাকাবাসীর। শিল্পাঞ্চল থেকে ওই ফুল ও কাঠি কলকাতার কিছু ব্যবসায়ী সংগ্রহ করে। এরপর সেই সব সামগ্রী চড়াদামে পাড়ি দিচ্ছে দেশ-বিদেশে।
ফুল চাষের ওপর দেশে বহু মানুষের জীবিকা নির্ভর করে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে শুকনো ফুলের চাহিদা প্রায় তিনদশক ধরে বৃদ্ধি পেয়েছে। অ্যামেরিকা, ইউরোপ, জার্মান, রাশিয়া, ইংল্যান্ড ও জাপান সহ প্রায় ২০ টি দেশে ভারতের প্রায় ৫০০ প্রজাতির শুকনো ফুল রপ্তানি করা হয়। নল গাছের ১০০০ টি ফুল বিক্রি করে ৪০০ টাকা হয়। ১০০০ টি হোগলা ফুল পিছু ২০০ টাকা মেলে। এছাড়াও নল ও সরের এক একটি কাঠি পিছু ৪০ পয়সা পাওয়া যায়। এই জীবিকায় পরিবারের ছোট থেকে বড় সবাই যুক্ত।