গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার

author-image
Harmeet
New Update
গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার

হরি ঘোষ, অন্ডাল : বৃহস্পতিবার গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। ঘটনাটি উখড়া গ্রামের আনন্দমোড় এলাকার। মৃত ব্যক্তির নাম কার্তিক চন্দ্র ভদ্র (৪০) । বৃহস্পতিবার সকালে উখরা গ্রামের আনন্দ মোড় এলাকার ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল কার্তিক চন্দ্র ভদ্র নামে এক ব্যক্তির মৃতদেহ। স্থানীয়রা জানান আসানসোলের মহিশীলার বাসিন্দা কার্তিক বাবু বেশ কয়েক মাস ধরে আনন্দ মোড়ে ভাড়া বাড়িতে একাই থাকতেন। এদিন সকালে বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় কার্তিক বাবুর দেহটা জানলা দিয়ে দেখতে পান প্রতিবেশীরা। খবর দেওয়া হয় উখরা পুলিশ আউটপোস্টে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় । মৃতের আত্মীয়দের খবর দেওয়ার পাশাপাশি কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।