রনজয়ের সঙ্গে সোহিনী

author-image
Harmeet
New Update
রনজয়ের সঙ্গে সোহিনী

নিজস্ব প্রতিনিধি-পাহাড়েই রনজয় এর সঙ্গে ছুটি কাটাচ্ছেন সোহিনী। সোশ্যাল মিডিয়াতে ভাগ করেছেন সেসব ভ্রমণের কিছু ছবি।দার্জিলিংয়েই রয়েছেন এখন সোহিনী।সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি ভাগ করছেন সোহিনী,সেখানে দেখা যাচ্ছে কখনও মুখ থেকে ধোঁয়া বের করে সিগারেট খাওয়ার অভিনয় করছেন,অথবা কখনো দেখা যাচ্ছে বারান্দায় বেরিয়ে উপভোগ করছেন সেখানের আবহাওয়া। এবং তার সাথে দেখা যাচ্ছে প্রেমিক রনজয় কে।ইতিমধ্যেই তাদের প্রেমের কাহিনী সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনুগামীদের কাছে পৌঁছে গেছে। একে অপরের চোখের দিকে তাকিয়ে এক ছবি দিয়ে,তাতে ক্যাপশনে লিখেছেন,"একসঙ্গে থেকো, জীবনের সমস্ত নেতিবাচক জিনিস দূরে থাক"।