প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে মমতা!

author-image
Harmeet
New Update
প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে মমতা!


নিজস্ব সংবাদদাতাঃ ওমিক্রন আবহে দেশে করোনা আক্রান্তের সংখ্যা হু-হু করে বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় দেশের সামগ্রিক কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার অর্থাৎ আজ বিকেলে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। ওই বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। উল্লেখ্য গত সপ্তাহেই ৭ জানুয়ারি কলকাতায় চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের নতুন ক্যাম্পাস উদ্বোধনের সময় একটি ভার্চুয়াল বৈঠকে মুখোমুখি হন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী।