পুরভোট মামলার শুনানি শেষে স্থগিত রায়দান

author-image
Harmeet
New Update
পুরভোট মামলার শুনানি শেষে স্থগিত রায়দান

নিজস্ব সংবাদদাতা : পুরভোট পিছিয়ে দেওয়ার মামলায় রাজ্য ও কমিশন একে অপরের কোর্টে বল ঠেলছে বলে মন্তব্য করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। ভোট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত কে নিতে পারবে প্রশ্ন করা হলে রাজ্য বলে এটা কমিশনের এক্তিয়ারের মধ্যে পড়ে। অন্যদিকে নির্বাচন কমিশনের বক্তব্য, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করতে হবে। এভাবেই দু পক্ষ দুপক্ষকে দেখালে বিচারপতি বলেন, রাজ্য অবস্থান স্পষ্ট করুক তারা নির্বাচন চায় কিনা।