বিজেপি ছাড়লেন মুকেশ ভর্মা

author-image
Harmeet
New Update
বিজেপি ছাড়লেন মুকেশ ভর্মা

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপিতে চলছে গণ প্রত্যাহার। এবার বিজেপি  ছাড়লেন  বিধায়ক মুকেশ ভর্মা। মুকেশ ভর্মা সপ্তম বিধায়ক যিনি গত কয়েক দিনে ক্ষমতাসীন বিজেপি থেকে পদত্যাগ করেছেন।


উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের মুখে একের পর এক ধাক্কা বিজেপির। ইতিমধ্যেই দলের বেশ কয়েকজন ছোট-বড় নেতা ইস্তফা দিয়েছেন। সেই ধারা আজও অব্যাহত রয়েছে। গত মঙ্গলবারই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন ওবিসি নেতা স্বামী প্রসাদ মৌর্য। তাঁর ইস্তফা রাজ্য-রাজনীতি শোরগোল ফেলে দিয়েছিল। এবার এই একই পথে হাঁটলেন আরও এক বিজেপি বিধায়ক। রাজ্যের ফিরোজাবাদ জেলার শিকোহবাদ বিধানসভা আসনের বিজেপি বিধায়ক মুকেশ ভর্মা ইস্তফা দিলেন। জানা গেছে, মুকেশ ভর্মা স্বামী প্রসাদ মৌর্যের বাসভবনে রয়েছেন।