দেশে ক্রমশ ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ

author-image
Harmeet
New Update
দেশে ক্রমশ ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ

নিজস্ব সংবাদদাতাঃ কাজ হচ্ছে না কোনও বিধিনিষেধ বা সতর্কতায়। করোনার তৃতীয় ঢেউয়ে রীতিমতো কাঁপছে গোটা দেশ। হু হু করে বাড়ছে দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবার যা পৌঁছে গিয়েছে আড়াই লাখের কাছাকাছি। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন। যা আগের দিনের থেকে প্রায় ২৭ শতাংশ বেশি। দেশের পজিটিভিটি রেট রাতারাতি বেড়ে হয়েছে ১৩.১১ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট ওমিক্রন আক্রান্ত ৫ হাজার ৪৮৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ৮৪ হাজার ৮২৫ জন।