বেলি ডান্স করলেন পর্দার 'গোপী বাহু', সমালোচনার ঝড় নেটদুনিয়ায়

author-image
Harmeet
New Update
বেলি ডান্স করলেন পর্দার 'গোপী বাহু',  সমালোচনার ঝড় নেটদুনিয়ায়

​নিজস্ব সংবাদদাতাঃ দেবলীনা ভট্টাচার্য। না! এই নামে হয়তো আপনি তাঁকে চেনেন না। কিন্তু ‘গোপী বহু’ বললেই চিনতে পারবেন। ঠিক ধরেছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় ‘গোপী বহু’ অর্থাৎ দেবলীনা এ বার সোশ্যাল মিডিয়ায় বেলি ডান্সের ঝড় তুললেন। আর তাতেই রীতিমতো সমালোচিত হতে হল তাঁকে।




পরনে কালো স্পোর্টস ব্রা। খোলা চুল। নো মেকআপ লুকের দেবলীনা বেলি ডান্সের ভিডিয়ো সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘পুরো ডান্স পোস্ট করার মতো এখনও শিখতে পারিনি। এখনও শিখছি। কিন্তু আমি নিশ্চিত, যখনই শেখা সম্পূর্ণ হবে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত এটা এনজয় করুন।’