নিজস্ব সংবাদদাতাঃ বহুদিন ধরে তিনি সমালোচনায় আছেন। অনেকেই বলছেন গান্ডিব বিদ্রোহ করেছেন বিরাট। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে বড় রান করলেন দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের তৃতীয় টেস্ট সিরিজের প্রথম দিনে। একাই ৭৯রান করে পিচ ছাড়লেন কোহলি। প্রথম ইনিংসে ২২৩ রান করল ভারত।