New Update
/anm-bengali/media/post_banners/BpIgDfuMS1mo2yMUaVHQ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পেরোসেভিচের শাস্তি কমানোর আবেদন করেছিল ইস্টবেঙ্গল। সেই আবেদনের অনলাইন শুনানি ছিল গতকাল সাড়ে সাতটায়। কিন্তু ফেডারেশনের কর্তারা শুনানির সময় শিবাজি সমাদ্দার-কে ফোন করলে ফোনে তাঁকে পাওয়া যায়নি। ফোনে না পাওয়া যাওয়ার কারণে শুনানির সময় বদলে করা হয় সন্ধ্যে সাড়ে সাতটা। কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটাতেও তিনি অংশগ্রহণ করেননি। আইনজীবীরা ৪৫মিনিট অপেক্ষা করার পর সিদ্ধান্ত নেন পেরোসেভিচের শাস্তি না কমানোর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us