কি বললেন নওয়াজ?

author-image
Harmeet
New Update
কি বললেন নওয়াজ?

নিজস্ব প্রতিনিধি -অভিনয় জগৎ কে এক অন্যতম পর্যায়ে নিয়ে গেছেন এই অভিনেতা। 'গ্যাংস অফ ওয়াসেপুর, 'বজরঙ্গি ভাইজান' 'মানঝি' 'কিক' 'ঠাকরে' এমনকি বিভিন্ন ওয়েবসিরিজেও দেখা গেছে তাকে। হ্যাঁ কথা বলা হচ্ছে অভিনেতা নওয়াজুদ্দীন সিদ্দিকী-র তার অভিনয় এক অন্য রকম আলোড়ন সৃষ্টি করেছে এই যুগে। অভিনয় জগতের ভাবধারাকে অন্য পর্যায়ে নিয়ে গেছেন অভিনেতা নওয়াজ। তার দুর্দান্ত অভিনয় দিয়ে তিনি মাতিয়ে রেখেছেন দর্শক মহলকে। ভক্তদের কাছে অভিনয় জগতের দেবতা বলেই খ্যাত এই অভিনেতা। সোশ্যাল মিডিয়াতেও নানা ধরনের পোস্ট শেয়ার করতে দেখা যায় ওনাকে, ইতিমধ্যেই এক নতুন পোস্ট শেয়ার করে নজর কাড়লেন অভিনেতা ইনস্টাগ্রামে লিখলেন, "একজন ভাল অভিনেতা কখনই খারাপ মানুষ হতে পারে না, কারণ এটি তার অভ্যন্তরীণ বিশুদ্ধতা যা ভালো অভিনয় কে প্রকাশ করে"।