New Update
/anm-bengali/media/post_banners/rZ6a70hc4GcpU1Ij66iM.jpg)
নিজস্ব প্রতিনিধি - কলকাতায় ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। টলি পাড়াতেও পড়েছে তার প্রভাব। রেহাই পাচ্ছে না কেউই, এই তৃতীয় ঢেউয়ের দাপটে একের পর এক সেলিব্রিটি থেকে শুরু করে আক্রান্ত হচ্ছে প্রতিটি স্তরের মানুষ। এবারে আক্রান্ত হলেন সঙ্গীত জগতের তারকা ইমন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ইয়ার্কির ছলেই পোস্ট করেন ইমন। তিনি লেখেন, 'আমার দরজায় খিল । করোনা আক্রান্ত হয়েছি।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us