New Update
/anm-bengali/media/post_banners/fwPkoy2EWCB4y63osEGn.jpg)
প্রতিনিধি -পরিচালক আনিজ বাজমি-র ছবি "ভুলভুলাইয়া টু" তে অভিনয় করতে চলেছেন বিদ্যা বালান। প্রয় ১৫ বছর আগের ছবি ভুলভুলাইয়া, এত বছর পর ফের নজর কাড়তে চলেছে 'ভুল ভুলাইয়া টু'। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি। সূত্র মতে, আবারও মঞ্জুলিকার চরিত্রে অভিনয় করতে চলেছেন বিদ্যা বালান, ভক্তেরা দিন গুনছেন ছবি মুক্তির জন্য। ১৫ বছর পর কি চমক দেখাবে বিদ্যা? তারই আশায় ভক্তেরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us