নতুন সদস্য মুখ্যমন্ত্রীর বাড়িতে

author-image
Harmeet
New Update
নতুন সদস্য মুখ্যমন্ত্রীর বাড়িতে

নিজস্ব প্রতিনিধি - ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর বাড়িতে নতুন সদস্যের আগমন। টুইটারে পোস্ট করে জানালেন খুশির খবর। সদ্য জন্ম নিয়েছে ঘুঘু পাখির দুটি বাচ্চা। মুখ্যমন্ত্রী লিখেছেন, 'আমাদের পরিবারের নবীনতম সদস্য, একটি ধূসর দাগযুক্ত ঘুঘু (পান্ডুক পাখি) যেটি আমাদের বাসভবনে একটি বাসা তৈরি করে ২টি বাচ্চা পাখির জন্ম দিয়েছে আমাদের পরিবারে আরও দুটি সদস্য যুক্ত হয়েছে।'