নিজস্ব সংবাদদাতাঃ পুলিশি ধরপাকড়ের ভয়ে কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে রাস্তায় করোনা-বিধি ভাঙার প্রবণতা। পাশাপাশি কমেছে ভিড়ও। তবে রাস্তায় ভিড় কমলেও শহরের বিভিন্ন বাজারের ভিড়ে অবশ্য লাগাম পরানো যাচ্ছে না। প্রতিদিনই সকাল থেকে ভিড় উপচে পড়ছে শহরের বিভিন্ন বাজারে। মাস্ক পরা থেকে শারীরিক দূরত্ব বজায় রাখা— করোনা-বিধির প্রায় কিছুই মানা হচ্ছে না সেখানে। যা চিন্তা বাড়িয়েছে লালবাজারের পুলিশকর্তাদের।