উত্তরপ্রদেশে প্রিয়ঙ্কার তাস ‘দাদি’!

author-image
Harmeet
New Update
উত্তরপ্রদেশে প্রিয়ঙ্কার তাস ‘দাদি’!


নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের লড়াইয়ে নারীশক্তিকে প্রধানত তুরুপের তাস করে ভোটে ঝাঁপাতে চাইছেন প্রিয়ঙ্কা গান্ধী। আর সেই কাজে ‘দাদি’-র উদাহরণকেও সামনে নিয়ে আসছেন তিনি। ওমিক্রন সংক্রমণের কারণে উত্তরপ্রদেশের মানুষের কাছে ফেসবুক লাইভের মাধ্যমে প্রচার শুরু করেন প্রিয়ঙ্কা। আর প্রথম দিনেই এই নারীশক্তির কথা তুলে ধরতে দেখা গেল তাঁকে।