New Update
/anm-bengali/media/post_banners/PKfP0R9vdLp1lPNI8Oyh.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তিন সিরিজের টেস্ট ম্যাচে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ফলাফল এখন ১-১। দুই দেশই খেলায় সমতা এনেছে এই মুহূর্তে। দ্বিতীয় সিরিজের ভারতের হারার কারণ ও বর্তমানে দ্রাবিড়ের মূল চ্যালেঞ্জের কথা বলতে গিয়ে প্রাক্তন নির্বাচক সাবা করিম জানান, "দ্রাবিড়ের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলের পারফরম্যান্স গ্রাফের ওঠা-নামা! এই অনিয়মিত পারফরম্যান্সের কারণ একটাই। একটা টেস্ট ম্যাচ আমরা সকল শক্তি দিয়ে খেলি, আর পরের টেস্টেই আমাদের সেই এনার্জি ও ইউনিটি হারিয়ে যায়।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us