তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন

author-image
Harmeet
New Update
তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন

নিজস্ব সংবাদদাতাঃ তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন শিল্পী কবীর সুমন। জানা গিয়েছে, রবিবার রাতে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানো হয় তাঁকে। তাঁর করোনা পরীক্ষাও করা হয়েছে। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

সূত্র মারফত খবর, গত কয়েকদিন ধরেই সর্দিজনিত সমস্যায় ভুগছিলেন কবীর সুমন। গলায় ব্যাথা অনুভব করছিলেন। এরইমধ্যে রবিবার রাতে শারীরিক অবস্থা আরও খারাপ হয়। অক্সিজেন স্যাচুরেশন নামতে থাকে। শ্বাসকষ্টও শুরু হয় এই সঙ্গীতশিল্পীর। এরপরই কোনও রকম ঝুঁকি না নিয়ে তাঁকে সোজা এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।