এবার চালের দামেও আগুন

author-image
Harmeet
New Update
এবার চালের দামেও আগুন

নিজস্ব সংবাদদাতা:নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি, বেশিরভাগ চালের  দামেও আগুন। মিনিকেট থেকে গোবিন্দভোগ - বিভিন্ন চালের দাম গত একমাসে অনেকটা বেড়েছে । মাথায় হাত ক্রেতাদের। আগামী দু’তিন মাসে দাম কমবে, ভরসা দিতে পারছেন না বিক্রেতারাও। সবজির বাজার তো অগ্নিমূল্যই, এবার চালের দামেও আগুন। বিক্রেতাদের দাবি, প্রায় সব ধরনের চালের দামই গত এক মাসে অনেকটা বেড়েছে। চালের খুচরো বাজারের দরে দেখা যাচ্ছে, মিনিকেট চালের একমাস আগে দাম ছিল ৩৪-৩৫ টাকা কেজি। এখন ৪৫ টাকা কেজি। বাঁশকাঠি চালের দাম ছিল ৪২-৪৫ টাকা কেজি এখন ৫০ টাকা কেজি। দুধের সর চাল ৪২-৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। এখন তার দাম কেজি প্রতি ৫০ থেকে ৫২ টাকা। বাসমতি চালের দাম ছিল ৫৫ থেকে ৬৫ টাকা কেজি। এখন ৬৫ থেকে ৭৫ টাকা। ৭৫ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল গোবিন্দভোগ। এখন ৯০ থেকে ১০০ টাকা।