New Update
/anm-bengali/media/post_banners/deeyalnZUAuQoWcg882m.jpg)
নিজস্ব সংবাদদাতা : দিন তিনক আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সস্ত্রীক প্রেম চোপড়া। বৃহস্পতিবার অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন তারা। এদিন একটি বিবৃতিতে চিকিৎসক জালিল পারকার জানিয়েছেছিলেন যে, ৮৬ বছর বয়সী বর্ষীয়ান তারকা প্রেম চোপড়া ও তাঁর স্ত্রী উমাদেবীকে মোনোকোনাল অ্যান্টিবডি দেওয়া হয়েছিল চিকিৎসার সময়। খুব শীঘ্রই তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। সেই মতোই হাসপাতাল থেকে ছুটি মিললো তাদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us